সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের বাহের মৌজ গ্রামে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই ও তার ছেলে আহত হয়েছে। ১মার্চ ২০২৫ শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে এলাকাবাসী বলেন, স্থাণীয় বাসিন্দা রাকিব দীর্ঘদিন ধরে মাদক সেবন ও নিয়মিত মাদক ব্যবসা চালিয়ে আসছেন। রাকিবের বড় ভাই মো. জসিম চকিদার কমলাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রাম পুলিশের দ্বায়িত্বে নিয়োজিত রয়েছেন। ঘটনার দিন জসিম চৌকিদার মাদক সেবন এবং মাদক ব্যবসায় বাধা দিলে তার আপন ছোট ভাই রাকিব ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং তার ছেলে জুয়েলকেও কুপিয়ে জখম করে।
শিক্ষার্থী জুয়েল বলেন, আমার চাচারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের নামে পটুয়াখালী সদর থানায় ও আদালতে একাধিক মাদক মামলা চলমান থাকা সত্বেও এখন তারা বাড়ির দরজায় বসে মাদক গাজাঁ ও ইয়াবা বিক্রি করে। আজকে আমার বাবা বাঁধা দিলে প্রথমে বাবাকে মারে তারপর আমাকেও অতর্কিত ভাবে কুপিয়ে আহত করেছে।
এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মো. ইমতিয়াজ আহমেদ বলেন, কমলাপুর ইউনিয়ন একজন গ্রাম পুলিশ (চৌকিদার) কে মেরেছে আমি জানতে পেরিছি। আহতরা হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি হয়েছে