{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"shape_mask":1,"transform":1,"effects":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

তালার শালতা নদীর খাল উন্মুক্ত রাখার দাবিতে জেলেদের মানববন্ধন

জহর হাসান সাগর, তালা: সাতক্ষীরার তালায় শালতা নদীর চারিভাঙ্গা ও কোলাসবিল সংলগ্ন সরকারি খাল উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে জেলেরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি বেলা ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে এ মানববন্ধন করেন তালার জেয়ালানলতা নিকারীপাড়ার কয়েকশ জেলে সম্প্রদায়ের মানুষ।
মানববন্ধনে বক্তব্য রাখেন আবু হায়াত নিকারী, তানসেল নিকারী, আব্দুল হাই নিকারী, মুন্না নিকারীসহ আরও অনেকে।
তারা বলেন, নিকারীপাড়ায় তিন হাজার জেলে পরিবারের বসতি। এক সময়ে সরকারি এ খালটি উন্মুক্ত ছিল সেখানে সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করতাম। পরবর্তীতে একটি প্রভাবশালী চক্র সরকারি খালটি ইজারা নিয়ে মাছ চাষ করে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে আসছে। এতে জড়িত রয়েছে আ.লীগ নেতা। ঘের মালিক নেট পাটা বাঁধ দেওয়ার ফলে এলাকার মানুষরা বছরে ৬ মাস পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করে। প্রভাবশালী চক্রটি নতুন করে খালটি ইজারা নেওয়ার জন্য চেষ্টা তদবির করছে। আমরা সরকারি খালটি উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি। এতে একদিকে জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পাবে মানুষ অন্যদিকে জেলে সম্প্রদায়ের মানুষদের জীবিকা নির্বাহের পথ উন্মুক্ত হবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।