বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মা’দ’ক ও স্বর্ণসহ আটক তিন

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে গতকাল বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জের পূর্ব নারায়নপুর গ্রামের মৃত শেখ হাবিবুর রহমানের ছেলে শেখ ইয়াসিন আলী, বাথুয়াডাঙ্গা গ্রামের মৃত ভগিরথ সরকারের ছেলে ওমাদ সরকার এবং মতেষপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে নবাব আলী।

এসময় দুটি ২০০ লিটারের ড্রাম, একটি ৪০ লিটারের ড্রাম, ৯টি ২ লিটারের ড্রাম এবং ৫০০ মি.মি এর ১০টি বোতলে ৪৬২ লিটার অবৈধ বাংলা মদ, ৪৬ ভরি অবৈধ স্বর্ণ (মাদক সেবীদের থেকে বন্ধককৃত), মাদকসেবীদের দ্বারা স্বাক্ষরকৃত বিভিন্ন ফাকা স্টাম্প, ১৮ টি চেক বই এবং ২০৪০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় স্থানীয় একজন মাদক ব্যবসায়ী বৈধ লাইসেন্সকৃত মদ বিক্রির পাশাপাশি অবৈধ মদ বিক্রি করে আসছে। তার সর্বমোট তিনটি মদের দোকানের মধ্যে একটি বৈধ দোকান এবং দুইটি অবৈধ দোকান রয়েছে। অবৈধ দেশী মদ এলাকার বিভিন্ন মুদি দোকানে, স্কুল অথবা কলেজ পড়ুয়া ছাত্রদের কাছে এবং জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপের কাছে পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে।

সূত্র জানায়, উক্ত সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: নাহিদুল হক খান এর নেতৃত্বে একটি টহল দল উক্ত এলাকায় পৌঁছায় এবং হাতেনাতে দুইজন অবৈধ মদ ব্যবসায়ীকে খুচরা ১৭ লিটার দেশী মদসহ গ্রেপ্তার করেন। পরবর্তীতে পুলিশ, ডিএসবি, ইউএনও এবং এসি লেন্ড ঘটনাস্থলে উপস্থিত হন।

একপর্যায়ে বৈধ মদ ব্যবসায়ীর কর্মচারী সকলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় এবং মদের দোকানের মালিক কিছু সময় পর হাজির হন এবং মদ বিক্রি রেজিস্টার অনুযায়ী ১৭০০ লিটার দেশী মদ স্টোরে মজুদ আছে বলে জানান। পরবর্তীতে সকলের উপস্থিতিতে স্টোরে মজুদকৃত মদ পরিমাপ করা হলে সর্বমোট ২ হাজার ১৪০ লিটার পাওয়া যায়। অতিরিক্ত ৪৪০ লিটার অবৈধ বলে মালিক স্বীকার করেন এবং ডিএন্ডসি ডিপার্টমেন্ট এর প্রতিনিধি উক্ত ৪৪০ লিটার বৈধ নয় বলে জানান।

পরবর্তীতে মদের দোকানটি তল্লাশি করা হলে মাদক সেবীদের নিকট থেকে অবৈধভাবে বন্ধককৃত বিপুল পরিমাণ গয়না,স্বাক্ষরকৃত ফাকা স্টাম্প এবং ফাকা ব্যাংক চেকের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত গয়না স্থানীয় স্বর্ণকারের দোকান থেকে সেনাবাহিনী, পুলিশ,ডিএসবি, ডিএন্ডসি এবং এসিল্যান্ডের উপস্থিতিতে পরিমাপ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামালসহ তিনজন আসামিকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com