শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা

ম্যানগ্রোভ হ্যাকাথোনে ইনোভেটিভ আইডিয়া উপস্থাপনে বিভাগীয় চ্যাম্পিয়ন সিডিও ইয়ুথ টিম

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: দক্ষিণের প্রকৃতি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ‘ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫’ এর জেলা পর্যায়ের হ্যাকাথন শেষে বিভাগীয় পর্যায়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। যেখানে বাগেরহাট, কক্সবাজার ও শ্যামনগরের তরুণরা তাদের সৃজনশীল চিন্তা ভাবনা ও উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেছে জলবায়ু সংকট মোকাবিলায়। দুই রাউন্ডের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা দশটি আইডিয়া নিয়ে ফাইনাল রাউন্ড উপস্থাপনা হয়েছে খুলনা আভা সেন্টারে। ফাইনাল রাউন্ডে ৩টি চ্যাম্পিয়ন সংগঠনের মধ্যে একটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম। বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারী) সকাল ১০ টায় খুলনা আভা সেন্টারে Brac University C3ER,Brighters এবং Care Bangladesh এর বাস্তবায়নে এবং OAB Foundation, Shushilan,Renew Earth,FFCRJ সহ অন্যান্য সংগঠনের সহযোগিতায় এই উদ্যোগ ছিল শুধু প্রতিযোগিতা নয়, বরং নতুন চিন্তার উন্মেষ ঘটানোর এক অনন্য মঞ্চ। অংশগ্রহণকারীদের উচ্ছাস, মেন্টরদের দিকনির্দেশনা এবং বিচারকদের ম‚ল্যায়নের মধ্য দিয়ে এক অনন্য অভিজ্ঞতা গড়ে উঠেছে। মহাসমারোহে আয়োজিত “ম্যানগ্রোভ হ্যাকাথন ২০২৫” এর বিভাগীয় গ্র্যান্ড ফাইনাল সেখানে সেরা ১০ টি আইডিয়া থেকে বিচারকদের পুঙ্খানুপুঙ্খ ম‚ল্যায়নের মাধ্যমে পুরষ্কৃত করা হয় সেরা ৩ টি আইডিয়াকে। ইনোভেটিভ আইডিয়া শেয়ারে সিডিও ইয়ুথ টিম জলবায়ু সহনশীল ও প্রকৃতি বান্ধব জীবিকা তৈরিতে “সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ফিশ ড্রায়ার: উপকূলীয় সম্প্রদায়ের জন্য একটি টেকসই সমাধান” নিয়ে আইডিয়া উপস্থাপন করেন। তাদের মাল্টিমিডিয়া উপস্থাপনায় তারা বলেন, বাংলাদেশসহ বিশ্বের উপক‚লীয় অঞ্চলে মাছ ধরার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা অনেক। তবে মাছ সংরক্ষণ এবং শুকানোর উপযুক্ত পদ্ধতির অভাবে বড় পরিমাণ মাছ নষ্ট হয়ে যায়, যা অর্থনৈতিক ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।এছাড়া মৌসুম ভিত্তিক কুমড়ার বড়ি তৈরি,মরিচ শুকানো,দুর্যোগকালীন পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন সবজি শুকিয়ে রাখা সহ নানাবিধ জিনিসপত্র শুকিয়ে রাখেন উপকূলের মানুষেরা।এসমস্ত খাদ্য সামগ্রী প্রচলিত পদ্ধতিতে খোলা জায়গায় শুকানো হয়, যেখানে ধুলোবালি, পোকামাকড় ও আবহাওয়া প্রতিক‚লতার কারণে গুণগত মান নষ্ট হয়। এই সমস্যা সমাধানের জন্য সৌর বিদ্যুৎ চালিত স্মার্ট ড্রায়ার একটি কার্যকর ও টেকসই প্রযুক্তি হতে পারে। এটি সৌরশক্তি ব্যবহার করে দ্রæত ও স্বাস্থ্যসম্মত উপায়ে শুকাতে সক্ষম, যা পরিবেশবান্ধব, খরচ-সাশ্রয়ী এবং স্মার্ট প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত। এসময় সিডিও ইয়ুথ টিমের পক্ষে উপস্থাপনা করেন সিডিও ইয়ুথ টিম কাশিমাড়ি ইউনিটের মোস্তাফিজুর রহমান, কলেজ ইউনিটের কাইয়ুম হাসান এবং ভূরুলিয়া ইউনিটের এস এম রাজা হোসেন।এসময় আয়োজক সংস্থা বলেন, আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে টেকসই সমাধানের সন্ধান করা জরুরি।আর এটাই হ্যাকাথন ২০২৫-এর মূল লক্ষ্য।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com