সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঘানির সরিষার তেল, বিভিন্ন গুড়া মশলা এবং আটা ময়দা সুজিসহ বিভিন্ন প্যাকেটজাত পন্য সামগ্রী উৎপাদন ও বিপননের লক্ষ্য নিয়ে নতুন করে যাত্রা শুরু করেছে আলাউদ্দিন ফুডস্ এন্ড এগ্রো।
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের নগরঘাটা ইউনিয়নের কাপাশডাঙ্গা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার ঘানিতে সরিষার তেল উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী লুৎফুননেছা বেগম।
এসময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, শামিম পারভেজ, আব্দুস সামাদ, ইকবাল হাসান জয়, হাসিনা খাতুন, শাহানা পারভীন, সারিকা সায়নী মেধা, প্রান্তসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল কুদ্দুস।