সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ২১শে ফেব্রুয়ারী মহান “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা শনিবার বিকাল ৫ ঘটিকায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর দল গণঅধিকার পরিষদ সাতক্ষীরা অস্থায়ী জেলা কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদের সাতক্ষীরা জেলা সভাপতি প্রার্থী সাংবাদিক মোঃ হাসানুর রহমান হাসান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ তবিবুর রহমান, সাধারণ সম্পাদ মোঃ আজিবুর রহমান, পেশাজীবি পরিষদের আহবায়ক ঢালী হাফিজুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান, সাবেক সাধারণ সম্পাদক শারাফাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, কালিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদের সদস্য আনিসুর রহমান আনিছ ও জিয়াউল সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৫২ সালের এই দিনে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউলসহ নাম না জানা আরও অনেকে। তাদের আত্মত্যাগের পথ ধরেই এসেছে স্বাধীনতা। ১৯৯৯ সালে ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।