বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: জেলা প্রশাসক

ফিরোজ হোসেন: সুস্থ্য দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই।  ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিতে হবে।
আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে  জেলা প্রশাসনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা প্রশাসক কাপ টি- ২০ ক্রিকেট  টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যারা খেলাধুলায় আসতে চাই,  তাদের সহযোগিতা দিতে হবে। সাতক্ষীরা থেকে আরও খেলোয়াড় উঠে আসুক, তারা দেশের জন্য ভূমিকা রাখুক এটা আমাদের প্রত্যাশা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  বিষ্ণুপদ পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া  অফিসার মো. মাহবুবুর রহমান,জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক ডাক্তার আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম, জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
উদ্বোধনী খেলায় এরিয়ান্স ক্লাব বলাম ইউনুস আলী স্মৃতি সংসদ অংশ নেয়।
খেলায়  ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন,  জেলা আম্পায়ার্স এন্ড স্কোরার্স  অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, আম্পায়ারের দায়িত্ব পালন করেন, শেখ রফিকুর রহমান লাল্টু, শেখ রবিউল ইসলাম শিবলু, স্কোরার দায়িত্ব পালন করেন, মো. ফজলুল করিম, সাবেক ফুটবলার কাজী কামরুজ্জামান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com