বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

শিমুল হোসেন, কালিগঞ্জ: জোরপূর্বক সম্পত্তি জবর দখল করার প্রতিবাদে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনায় কালিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত ইমাম আলী গাজীর ছেলে ফজলুল হক (৪৫)।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১টায় লিখিত বক্তব্যে তিনি বলেন, মলেঙ্গ্যা গ্রামের মিজানুর রহমান, আমিনুর রহমান আনিছুর রহমান, আজিজুর রহমান পিতা-মৃত জহুরুল ইসলাম, মাহবুব আলম, পিতা-আমিনুর রহমান, শাহজালাল হেসেন পিতা-আজিজুর রহমান, তৈয়েবুর রহমান পিতা- মিজানুর রহমান গংদের বিরদ্ধে তেলিখালী মৌজার অন্তর্গত ১৩৯ নং জে,এল, এস, এ ২৬৬ নং খতিয়নে ১১৭ নং দাগে, আর,এস ১১০৬ নং খতিয়ানে রেকর্ডীয় মালিক ছুরাতী বিবি, আছিয়া খাতুন ও মরিয়ম বিবি গংদের নিকট হতে ১৩/০২/২০০৫ তারিখের ৬৪৬ নং রেজিঃ কোবলা দলিল মূলে আছিয়া খাতুনদের নিকট হতে ০.১৭০০ একর জমি, ২৯/০৩/২০০৫ তারিখের ১৩৯০ নং রেজিঃ কোবলা দলিল মূলে মরিয়ম বিবির নিকট হতে ০.২১০০ একর জমি, ২৮/০১/২০০৯ তারিখের ২১৪ নং রেজিঃ কোবলা দলিল মূল চুরাতী বিবির নিকট হইতে ০.১৭০০ একর জমি সর্বমোট ০.৫৫০০ একর জমির মধ্যে ০.৪৮০০ একর আমার পৈতৃক ও খরিদা অংশের সম্পত্তি।

আমার সম্পত্তি বিবাদীরা গত ১৫/ ০১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.০০ ঘটিকার সময় জবরদখল করে। ওই সম্পত্তি তাদের ছেড়ে দিতে বললে তারা হুমকি ধমকী দিয়ে বলে তাদের নিকট সম্পত্তি ফেরত চাইলে আমদের মারপিট করবে, খুন জখম করবে, মিথ্যা মামলা জড়াবে সহ বিভিন্নভাবে ক্ষতি করবে’। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আশঙ্কা করিতেছি, বিবাদীরা আমদের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি করিতে পরে। উক্ত বিষয়ে আমি ইতিপূর্বে থানায় অভিয়াগ দয়ের করিয়াছি এবং স্থানীয়ভাবে বসিয়া মিমাংসার চেষ্টা করিয়াছি কিন্তু বিবাদীরা কাহারও শালিস বিচার মনে নাই। সে কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করছি। এসময়ে আবেগঘন কন্ঠে তিনি দাবী করেণ যে, নিরাপত্তার সহিত পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে চাই।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com