শুক্রবার, ১৮ Jul ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
স্থিতিশীলতা ফেরাতে গোপালগঞ্জের মধুমতী নদীতে নৌবাহিনীর টহল শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ

শ্যামনগরের আটুলিয়ার এফ-৯ স্লূইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়ার বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১,এর নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন স্বাক্ষরিত আলোকে জানা যায়, পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ১২ সদস্য বিশিষ্ট বড়কুপট এফ-৯ স্লুইচ গেট সংরক্ষণ কমিটি অনুমোদিত হয়েছে। নতুন কমিটির সদস্যরা হলেন- উপদেষ্টা পানি উন্নয়ন বিভাগ, সাতক্ষীরা -১ এর সংশ্লিষ্ট শাখা কর্মকর্তা, শিক্ষক -ঘের মালিক মাওলানা মাহবুবুর রহমান, সমাজসেবক-ঘের মালিক এম.এম আবুল কালাম, সভাপতি সমাজসেবক-ঘের মালিক

বি.এম ওয়াজেদুর রহমান,সিনিঃ সহ-সভাপতি শিক্ষক -ঘের মালিক মাওলানা হাবিবুল্যাহ বাশার, সেক্রেটারী সংশ্লিষ্ট ইউপি সদস্য-ঘের মালিক স্বপন কুমার বৈদ্য,জয়েন্ট সেক্রেটারী মোঃ আল মাদানী, ক্যাশিয়ার জি.এম বুলবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য-ঘের মালিক জি.এম হাবিবুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক জি.এম আঃ জলিল,দপ্তর সম্পাদক মোঃ রেজাউল ইসলাম কয়াল, প্রচার সম্পাদক এম.এম আনিছুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মুজিবুর রহমান(ক্ষেত্র সহকারী-উপজেলা মৎস্য অফিস), নির্বাহী সদস্য মোঃ শামছুর রহমান (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) ও নির্বাহী সদস্য কমলা কান্ত মন্ডল (গেটম্যান ও কৃষক)। নতুন গঠিত গেট কমিটির মেয়াদ আগামী ৩০/৬/২০২৬ তারিখ পর্যন্ত। বড়কুপট এলাকারবাসীর পক্ষে বি, এম ওয়াজেদুর রহমান কর্তৃক প্রস্তাবিত বড়কুপট এফ-১ স্লুইচ গেট সংরক্ষণ কমিটির আবেদনের প্রেক্ষিতে বিধিমোতাবেক যথাযথ কমিটি অনুমোদন দিতে সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা কৃষি অফিসার এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এর সুপারিশের আলোকে কতিপয় শর্ত সাপেক্ষে কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্বের বিতর্কিত কমিটি বিলুপ্ত করে বিধিগতভাবে নতুন কমিটি গঠিত হওয়ায় সুপারিশকৃত সকলকে সহ পানি উন্নয়ন বিভাগ-১এর কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com