বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: সম্প্রতি ম্যাটস,ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রনালয় কর্তৃক গৃহীত হটকারী সিধান্তের বিরুদ্ধে ও ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি মেডিকেল কলেজ চত্বর থেকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল হয়ে আবার মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ করে। সেখানে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে চিকিৎসক ডাঃ রেজাউল করিম রাজু ওডাঃ আরাফাত মিয়া বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে নেয়া সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলেরও দাবী জানান।