বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
এসএম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগরের আলোচিত’ মাওঃ মিজানুর রহমান ও তার জামাতা আবু নাঈমকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ।
উপজেলার শংকরকাঠি গ্রামের সিদ্দিকুল ইসলামের দায়েরকৃত মামলায় মঙ্গলবার সকালে তাদের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মিজানুর রহমান শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট অন্তাখালী গ্রামের মৃত দীনদার গাজীর ছেলে। আবু নাইম শরীয়তপুর জেলার, সখিপুর থানার মোল্যাবাজার গ্রামের নুরুল হুদার ছেলে।
উল্লেখ্য, উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি গত শুক্রবার ধুমঘাট অন্তাখালী মাও.মিজান এর মাদ্রাসা অভিমুখে মিছিল সহকারে পদযাত্রা করে খলিল মার্কেটের সামনে পৌঁছালে থানা পুলিশ ও সেনাবাহিনী বাধা দেয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোল্লা হুমায়ুন কবির বলেছিলেন এখানে ১৪৫ ধারার মামলা রয়েছে। মামলায় আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি কোন ভাবে আইন-শৃঙ্খলা ভঙ্গ হতে দেব না। মিজানুর রহমানের বিরুদ্ধে আপনাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ আমার কাছে অভিযোগ করলে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করিব।
শ্যামনগর থানার মামলা সূত্রে জানা যায়, মিজানকে ক্রস ফায়ারের আসামী দাবি করে মামলার বাদির নিকট থেকে তিন লাখ টাকা ধার নেন। টাকা চাইলে টালবাহানা শুরু করে পরবর্তীতে তাড়িয়ে দিয়েছিল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান, সিদ্দিকুল ইসলামের দায়েরকৃত মামলার আসামী হিসেবে মিজানুর রহমান ও আবু নাইমকে গ্রেপ্তার করা হয়েছে।