admin
- ১৮ ফেব্রুয়ারী, ২০২৫ / ৩৫ Time View
নিজস্ব প্রতিনিধি: মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি- নাট্যকার আব্দুল ওহাব আজাদ’র সঞ্চালনায় সভায় সংগঠনকে আরও বেগবান করার লক্ষ্যে ও মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রায়াত আব্দুস সোবহানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ড. মোঃ আব্দুল বারী, উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি,অধ্যাপক মোজাম্মেল হোসেন , তৃপ্তিমোহন মল্লিক,মৌচাক সাহিত্য পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক মছরুর রহমান, সহ সাহিত্য সম্পাদক মো. রফিকুল বারী,সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সংস্কৃতিক সম্পাদক মো. মুসা করিম, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা গুলশান আরা,কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান মুন্না,মো. শফিকুল ইসলাম, সদস্য এম আলমগীর আলম, শফিউল আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাধারন সভায় মৌচাক পত্রিকা প্রকাশনা, সাহিত্য সম্মেলন, নতুন সদস্য অন্তর্ভুক্ত করন,পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল, বাৎসরিক পরিকল্পনাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সাধারণ সভা শেষে মৌচাক সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সদ্যপ্রায়াত আব্দুস সোবহানের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মজিদ।