সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটের মোল্লাহাটে নগরকান্দি বিশ্বাস বাড়ির মোড় থেকে রেলি শুরু হয় নগরকান্দি স্কুল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হৃদয় আহম্মেদ ( সাধারণ সম্পাদক পদপ্রার্থী) বাগেরহাট জেলা ছাত্র অধিকার পরিষদ,নুরুল ইসলাম, সভাপতি গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা, খায়রুল বসার, সহ সভাপতি গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা, রাহাত ফকির, দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ বাগেরহাট জেলা প্রমুখ।
তারা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র অধিকার পরিষদের ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা বলেন, ২০১৮ সালে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের জন্ম। শুরু থেকেই শিক্ষার্থীরা আমাদের পাশে রয়েছে। আগামীতে যুক্তিসঙ্গত সকল দাবি আদায়ে ছাত্র অধিকার পরিষদ শিক্ষার্থীদের পাশে থাকবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন ভিপি নুরুল হক নুর।