শনিবার, ১৪ Jun ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

বাউফলে নির্মাণাধীন ঘর ভাংচুর করলেন বহিরাগতরা

সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালী বাউফলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খান বাড়িতে এই ঘটনা ঘটে ।

জানা যায়, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব খানের পিতা মো. জাহিদ খান ও চাচা মো. ইসমাইল খান দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তাদের পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তারা টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। তবে তাদের আরেক ভাই শফিকুল ইসলাম খান দাবি করেন, ওই জমি ও ঘর তিনি তাদের ছোট ভাই হেমায়েত খানের কাছ থেকে কিনেছেন, যা নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়।উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সমঝোতার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। পরবর্তীতে শফিকুল ইসলাম একটি মামলা দায়ের করেন, যেখানে জাহিদ, ইউনুস এবং সজিবকে আসামি করা হয়। এর প্রেক্ষিতে জাহিদ ও ইউনুসকে গ্রেফতার করে পুলিশ। এরপর বহিরাগত কিশোররা বিরোধপূর্ণ ঘরে ভাঙচুর চালায়।

সজিব খান অভিযোগ করে বলেন, তার চাচা শফিকুল ইসলাম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শফিকুল ইসলাম দাবি করেন, তিনি হেমায়েত খানের কাছ থেকে ঘরটি কিনেছেন এবং বড় ভাইরা জোরপূর্বক তা দখল করেছেন। তার মালামাল উদ্ধার করতে গেলে বড় ভাইরা বহিরাগত কিশোরদের দিয়ে ভাঙচুর করিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন , এটি আপন চার ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে শফিকুল ইসলামের অভিযোগে মামলা রুজু হয়েছে এবং আজকের ঘটনা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জেনেছি। যিনি কল করেছেন তাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com