সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

বাউফলে নির্মাণাধীন ঘর ভাংচুর করলেন বহিরাগতরা

সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালী বাউফলে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে নির্মাণাধীন ঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের খান বাড়িতে এই ঘটনা ঘটে ।

জানা যায়, বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব খানের পিতা মো. জাহিদ খান ও চাচা মো. ইসমাইল খান দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তাদের পৈত্রিক ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তারা টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। তবে তাদের আরেক ভাই শফিকুল ইসলাম খান দাবি করেন, ওই জমি ও ঘর তিনি তাদের ছোট ভাই হেমায়েত খানের কাছ থেকে কিনেছেন, যা নিয়ে পারিবারিক বিরোধের সূত্রপাত হয়।উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সমঝোতার চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। পরবর্তীতে শফিকুল ইসলাম একটি মামলা দায়ের করেন, যেখানে জাহিদ, ইউনুস এবং সজিবকে আসামি করা হয়। এর প্রেক্ষিতে জাহিদ ও ইউনুসকে গ্রেফতার করে পুলিশ। এরপর বহিরাগত কিশোররা বিরোধপূর্ণ ঘরে ভাঙচুর চালায়।

সজিব খান অভিযোগ করে বলেন, তার চাচা শফিকুল ইসলাম জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা করছেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

অন্যদিকে, শফিকুল ইসলাম দাবি করেন, তিনি হেমায়েত খানের কাছ থেকে ঘরটি কিনেছেন এবং বড় ভাইরা জোরপূর্বক তা দখল করেছেন। তার মালামাল উদ্ধার করতে গেলে বড় ভাইরা বহিরাগত কিশোরদের দিয়ে ভাঙচুর করিয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন , এটি আপন চার ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ। উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। বর্তমানে শফিকুল ইসলামের অভিযোগে মামলা রুজু হয়েছে এবং আজকের ঘটনা জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জেনেছি। যিনি কল করেছেন তাকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com