বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

গোপালগঞ্জে আরএমটিপি প্রকল্পের মৎস্য প্রদর্শনী নির্ভর মাঠ দিবস

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা সদরের উলপুর গ্রামে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং পদক্ষেপ বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের মৎস্য প্রদর্শনী নির্ভর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার মিনাপাড়া এলাকার শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। মাঠ দিবস উপলক্ষ্যে নারী মৎস্য চাষিদের জন্য বালিশ প্রতিযোগিতা এবং পুরুষদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রদর্শনী স্থাপনের ভাল মন্দ দিকগুলো, প্রযুক্তির ব্যবহার, ব্যবসায়ের আয় ব্যয় ও মৎস্য চাষের সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে চাষিদের সাথে বিস্তারিত আলোচনা করেন জেলা মৎস্য কর্মকর্তা। চাষিরাও তাদের সফলতার গল্পগুলো অন্যান্য চাষিদের সাথে ভাগাভাগি করেন।

ইফাদ এবং ড্যানিডা এর অর্থায়নে ২০২২ সাল থেকে গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পটি চলমান রয়েছে। প্রতিযোগিতা শেষে প্রকল্পের ভিসিএফ কৃষিবিদ মো. লেমন মিয়ার তত্ত্বাবধানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিজন কুমার নন্দী ।

তিনি বলেন, ‘মৎস্য চাষিরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছে। তাদের জীবনে বিনোদনের সুযোগ খুবই কম। চাষিদের নিয়ে কেউ চিন্তা করছে, তাদের উদ্দেশ্য করে এই মাঠ দিবস আয়োজন করা হচ্ছে এটা ভেবে খুবই ভাল লাগছে। ধন্যবাদ পদক্ষেপ ও আরএমটিপি প্রকল্পকে’।

উল্লেখ্য, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ২০২২ সাল থেকে গোপালগঞ্জ জেলার ৫ টি উপজেলায় রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় উক্ত এলাকার ৯ হাজার এর অধিক মৎস্য চাষি জড়িত আছে এবং চাষিদের নিরাপদ মাছ চাষ ও উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাত পণ্যের বাজার তৈরি, উদ্যোক্তাদের আয় বৃদ্ধি, নারী ও যুবকদের নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক চাষি ও মৎস্যজীবীদের খাবারের পুষ্টিমান বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে কাজ করে যাচ্ছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com