বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন ইটভাটা মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কুল্যা ইউনিয়নে অবস্থিত ওই তিনটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস সোমবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় জ্বালানী হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ও টায়ারের গুড়া ব্যবহার করতে দেখতে পান। অপরাধ প্রমানিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা নির্মাণ আইন ২০১৩ এর ৭ ধারায় ইরামনি ব্রিক্স মালিককে ১লক্ষ টাকা, আঁখি ব্রিক্স মালিককে ১লক্ষ টাকা ও এসএবি ব্রিক্স মালিককে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।