বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে আশাশুনি উপজেলা জামায়াত অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ। সভা পরিচালনা করেন প্রভাষক যোবায়েরুল ইসলাম। এছাড়া, সভায় উপস্থিত ছিলেন ইউনিয়নের যুব বিভাগের সেক্রেটারি বেলাল,টীম সদস্য মোবারক হোসেন, বাবলু, আব্দুল আজিজ, আবুল কাশেম এবং কামরুল ইসলাম।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা তাদের মতামত তুলে ধরেন এবং ১৮ ফ্রেরুয়ারি জেলার কর্মসূচি বাস্তবায়ন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।