বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:১২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এমএম পরিবহন নামের একটি বিয়ের গাড়ি যাত্রীসহ খাদে পড়ে গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে পুখুরিয়া ও ভবুকদিয়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ ১২ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বাসের হেলপারকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান।