সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

পতনের পর গ্রেপ্তার, ছাড়া পেয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌর শাখা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) সভাপতি রকিবুল হাসান রনি সংগঠন থেকে পদত্যাগ করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগের বিষয়টি শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রকিবুল হাসান। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা।

এর আগে ছাত্রলীগের প্যাডে লিখিতভাবে ত্রিশাল পৌর শাখার সভাপতি পদ থেকে পদত্যাগ করেন রকিবুল হাসান।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি একান্ত ব্যক্তিগত কারণে সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। পরবর্তীতে আমি সংগঠনের কোনো কার্যক্রমে জড়িত থাকব না।’

আর এই পদত্যাগপত্রটি ডাকযোগে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল-আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বরাবরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রকিবুল হাসান।

রনি আরও বলেন, ‘ছাত্রলীগ করার কারণে গত অক্টোবরে গ্রেপ্তার হয়ে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় ১২ দিন জেল খেটে জামিনে ছাড়া পেয়েছি। একবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হলেও আবারও গ্রেপ্তার আতঙ্কে পরিবার ও স্বজনেরা উৎকণ্ঠায় থাকেন। বর্তমানে মা অসুস্থ। বাবা শুধু কান্নাকাটি করেন। পরিবারের সবাই চান, আমি আর রাজনীতি না করি। মূলত এসব কারণেই আমি পদত্যাগ করেছি। ’

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com