বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে গোপালগঞ্জ পৌর মুক্তমঞ্চে ওই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এই গণ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ ফজলুল করিম ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মোহাম্মদ আরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ ফজলুল করিম বলেন আমি চাইনা আওয়ামী লীগ করার কারণে কেউ গ্রেপ্তার হোক। আমি চাই যদি কেউ অপরাধ করে থাকে তবে তার শাস্তি হোক। বিশেষ একটি দল নির্বাচনের জন্য পাগল হয়ে গিয়েছে উল্লেখ করে তিনি বলেন সংস্কার শেষে সঠিক সময়েই এই দেশে নির্বাচন হবে। আর কোন ফ্যাসিবাদকে এদেশে জায়গা দেয়া হবে না উল্লেখ করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন।

এছাড়াও আগামী জাতীয় নির্বাচনে ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে পড়বে এবং ইসলামিক সরকার গঠন হবে বলে উল্লেখ করেন বক্তারা।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হুসাইন সিকদার।

গণ সমাবেশে গোপালগঞ্জ ছাড়াও দূর দূরান্ত থেকে আসা প্রায় হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com