শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম স্থিতিশীলতা ফেরাতে গোপালগঞ্জের মধুমতী নদীতে নৌবাহিনীর টহল শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ

অপশাসনের বিরুদ্ধে সবসময়ই ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়েছে মানবজমিন

নিজস্ব প্রতিনিধি: গণমানুষের আস্থার প্রতীক হয়ে নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে ২৭ বছর অতিক্রম করেছে পাঠকপ্রিয় দৈনিক মানবজমিন। প্রতিষ্ঠার পর থেকে সবসময়ই অপশাসনের বিরুদ্ধে ‘ওয়ান ম্যান আর্মি’ হিসেবে লড়াই করেছে পত্রিকাটি। এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও মানবজমিনের ভূমিকা ছিল নিরপেক্ষ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে মানবজমিন-এর ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মানবজমিন-এর সাতক্ষীরা প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবজমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপি, বাংলাদেশ বেতার ও ইন্ডিপেন্ডেন্ট টিভির সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম, সাতক্ষীরা ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট মুনির উদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলা ভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি মো. আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক এসএম শহিদুল ইসলাম, ৭১ টেলিভিশনের বরুণ ব্যানার্জি, ডিবিসি নিউজের এম. বেলাল হোসাইন, এনটিভির এস এম জিন্নাহ, ল’ স্টুডেন্ট ফোরামের সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু প্রমুখ।

বক্তারা বলেন, মানবজমিন দক্ষিণ এশিয়ার প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই-উৎরাই পেরিয়ে ২৭ বছর পার করেছে। পত্রিকাটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সোচ্চার ভূমিকা রেখে চলেছে। তারা আরও বলেন, মানবজমিন নির্যাতিত ও নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়েই কাজ করছে।

বক্তারা দৈনিক মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বাংলাদেশের সাংবাদিকতার এক জীবন্ত কিংবদন্তি হিসেবে অভিহিত করে বলেন, ‘কারও তাঁবেদারি করে না’এই স্লোগানকে ধারণ করে তিনি সাহসী সাংবাদিকতার পরিচয় দিয়েছেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন হৃদয় বার্তার সম্পাদক মোশারফ হোসেন, বাংলাদেশের খবরের সাতক্ষীরা প্রতিনিধি ও পত্রদূতের চিফ রিপোর্টার আব্দুস সামাদ, মানবকণ্ঠের মেহেদী আলী সুজয়, সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মোস্তফা আলী, লেখক নাজমুল হক, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক বাংলার আবু সাইদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, পত্রদূতের হাবিবুল হাসান, সময়ের কণ্ঠস্বরের জাহিদ হোসাইন, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি আমিনুল ইসলাম, দ্য এডিটরস-এর মে‌হেদী হাসান শিমুল, জবাবদিহির শাহাজাহান মিটন, এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, মাই টিভির  ভিডিও জার্নালিস্ট ইকরামুজ্জামান জনি, ভিবিডি সাতক্ষীরার সাধারণ সম্পাদক অর্পণ বসু, সাজেদুল ইসলাম, নাঈমুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় মানবজমিন-এর দীর্ঘ পথচলার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com