admin
- ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ / ৪৯ Time View
জহর হাসান সাগর, তালা: সাতক্ষীরার তালার জালালপুর গরুর হাটে চাঁদাবাজি মামলায় সৈনিকলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রবকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান।
বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি তার বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সৈনিকলীগের সাবেক সভাপতি।
তালা থানা সূত্রে জানাযায,গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে গরুর হাটের একটি চাঁদাবাজী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ২৭ নভেম্বর রাতে এক বিএনপি নেতা ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তালা থানার মামলা নং-৯।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, চাঁদাবাজি মামলায় বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।