বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

কালিগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ

শিমুল হোসেন, কালিগঞ্জ: প্রশাসনের নিষেধ অমান্য করে বিক্রির জন্য অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ২ বালু ব্যবসায়ীর ২ টি ড্রেজার মেশিন জব্দ এবং সরঞ্জামাদি বিনষ্ট করলেও চক্রের কাউকে আটক করতে পারেনি ভ্রাম্যমাণ আদালত কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা হতে ২ টা পর্যন্ত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়নের কামদেবপুর এবং নলতা ইউনিয়নের বিল কাজলা গ্রামের আবুল কাশেম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিলের মৎস্য ঘেরে পৃথক দুটি অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস।

অভিযানের সময় অবৈধ বালি উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন দুটি জব্দ করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেক এবং আব্দুল মজিদের জিম্মায় দেওয়া হয়। ভাড়া সিমলা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী আসমা খাতুন এবং নলতা ইউনিয়নের ইন্দ্র নগর গ্রামের বালু ব্যবসায়ী বাবলু দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে ব্যবসায়ী কাজে ব্যবহারের জন্য অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন একাধিকবার নিষেধ করে। নিষেধ অমান্য করে বালু উত্তোলনের কাজ অব্যাহত রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং ছাত্র সমন্বয়কারী রাকিবুল ইসলাম সহ সাংবাদিকদের সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com