বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং’ঘ’র্ষে আ’হ’ত তিন

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিন জন আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯ টায় উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোদাড়া গ্রামে। আহতরা ৯৯৯ নম্বরে ফোন দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

জমির মালিক কামরুল শেখ জানান, কাশিমাড়ি মৌজায় ৫০ শতক জমি কিনে বিনিময় করে দীর্ঘদিন ধরে মৎস্য ঘের পরিচালনা করে আসছে। গতকাল সকাল সকাল ৯ টায় একই এলাকার ইছাক বিশ্বাসের নেতৃত্বে বহিরাগত ৪০/৫০ জন দেশীয় অস্ত্র নিয়ে মৎস্য ঘেরে লুটপাট শুরু করে। এ সময় তার ভাই শহিদুল ইসলাম বাধা দিলে তাকে বেধঢ়ক মারপিট করে ও তার ডান পায়ের হাটুতে দা দিয়ে কোপ মারে। এ সময় উম্মে হানি (২৫) ও হোসাইন হাসান (১৭) গুরুতর আহত হয়। বর্তমান তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কামরুল শেখ বাদী হয়ে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেছে।

এ ঘটনায় প্রতিপক্ষ ইছাক বিশ্বাস জানান, জমিতে আমরা মৎস্য ঘের করে শান্তিপূর্ণ দখলে ছিলাম। হঠাৎ সকালে কামরুল শেখ এর লোকজন ঘেরের রাস্তা কাটার সময় আমরা বাধা দিলে মারামারির ঘটনা ঘটে। উহাতে আমাদের একজন আহত হয়েছে। বর্তমান শ্যামনগরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্যামনগর থানার ওসি মোল্লা হুমায়ুন কবির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com