বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

মামলা থেকে মুক্তির আশ্বাসে চাঁদা দাবি: জামায়াত নেতা বহিষ্কার

অনলাইন ডেস্ক: বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সাময়িক বরখাস্ত হওয়া ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা জামায়াত ইসলামির রুকন( সদস্য) জাকির হোসেনের বিরুদ্ধে। ইতোমধ্যে তাকে বহিষ্কার করেছে ফেনী জেলা জামায়াতে ইসলামি।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) অধ্যক্ষ মাহমুদুল হাসান থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে এ নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ওই ঘটনার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামি থেকে জাকির হোসেনকে বহিষ্কার করা হয়।

ভাইরাল হওয়া সে কল রেকর্ডে শোনা যায় জাকির হোসেনকে মাহমুদুল হাসান কত টাকা দিবেন বলে জিজ্ঞেস করছেন। জবাবে অভিযুক্ত জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং জনৈক সমীরের বিষয় আছে উল্লেখ করেন।

এসময় মাহমুদুল হাসান বলেন, মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আর লাগবে কিনা জিজ্ঞেস করেন এবং এ লাখের আগে ওসির জন্য ১ লাখ দিয়েছেন কিনা এ মর্মে জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেওয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেওয়ার আশ্বাস দেন।

কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে জামায়াতে ইসলামির রুকন জাকির হোসেনের বিরুদ্ধে নানা অভিযোগের বিষয়ে মুখ খুলছেন অনেকে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ফেনী শহর শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতির পদ ব্যবহার করে শহরের বিভিন্ন পরিবহণ স্ট্যান্ড থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

অভিযোগের বিষয়ে জামায়াতের সদ্য বহিষ্কৃত নেতা জাকির হোসেন বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন এবং বলেন আপনি হয়ত ভুল শুনেছেন, আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিও না।

বহিষ্কারের বিষয়ে জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। এ ধরনের কার্যকলাপ কোনোভাবেই সমর্থনের সুযোগ নেই। আর যেন এমন কিছু না হয় সেজন্যই বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনীর কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com