সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
কলারোয়া প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিজস্ব অফিসে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু।
মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাগণ পারিবারিক ও ব্যক্তিজীবনের নানা সুবিধা-অসুবিধাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী, বীর মুক্তিযোদ্ধা আ.রউফ, বীর মুক্তিযোদ্ধা ছামছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হজরত আলি, বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম বাবু, বিশিষ্ট ঠিকাদার মো.জিয়াউর রহমান জিয়া, বিশিষ্ট ঠিকাদার মো. আনোয়ার হোসেন মিঠু প্রমুখ।