বুধবার, ১৮ Jun ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শ্যামনগরে জনতার হাতে ধরা পড়লো দুই ব/নদ/স্যু, আ/গ্নে/য়াস্ত্র উদ্ধার আনুলিয়ায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা/ম/লায় রফিক গাজীসহ আ/হত কয়েকজন ইসলামী ব্যাংক  হাসপাতালে ‘এসি ওয়ার্ড’র উদ্বোধন  ব্রহ্মরাজপুর বাজারে দোকান সংস্কারের নামে পিলার দিয়ে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ শ্যামনগরে ভূমিহীন পাচিবালা ও ফাতেমার বন্দোবস্তকৃত জমি দখল করেছে বৃত্তশালী তপন, কমলেশ ও দিলীপ গাইন ইরান-ইসরায়েলের মধ্যে শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছাবে: ট্রাম্প সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার খাজরায় উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে চতুর্মুখী সং/ঘ/র্ষে হাইওয়ে পুলিশসহ নি/হ/ত ২, আ/হ/ত ১৫

শ্যামনগরে অর্থলোভী ও প্রতারক ভাইয়ের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরা শ্যামনগর উপজেলা বাধঘাটা গ্রামের মিসেস হাসিনা খানম ১০ ফেব্রুয়ারি শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অর্থলোভী সন্ত্রাসী ভাই মিজানূর রহমান মনু তার ছেলে সহ সন্ত্রাসী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ভাই মিজানূর রহমান মনু একজন অর্থলোভী, প্রতারক। শলে বলে কলে কৌশলে তার পিতাকে ভুল বুঝিয়ে অনেক জমি ও দোকান ঘর আত্মসাৎ করে। সর্বশেষ তার ৩ কন্যার জন্য রাখা ২,৮৯ একর জমিও তঞ্চকথা মুলকভাবে তার পিতার শেষ সম্বল জমিটুকুও ভুল বুঝিয়ে লিখে নিয়েছে। পিতা বর্তমান বেঁচে না থাকলেও তার মা জোহরা বিবি (৯০) বেঁচে আছে। বর্তমান তার ছোট মেয়ের বাড়িতে অবস্থান করছে। তার অন্যান্য ছেলেমেয়েরা খোঁজখবর নিলেও মিজানুর রহমান মনু আলিশান বাড়িতে বাস করলেও মাকে কোন খোঁজখবর নেন না। তার পিতা বেঁচে থাকতে মিজানুর রহমান মনুর বিরুদ্ধে সুবিচার পাইবার দাবিতে খুলনা ডিআইজি বরাবর এক অভিযোগ করে। উক্ত দরখাস্তে তিনি মিজানুর রহমানকে কু-পুত্র কুলাঙ্গার ও প্রতারক বলে অভিযোগ করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, গত ১৫ জানুয়ারি মিজানুর রহমান মনু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মিসেস হাসিনা খানমের বাদঘাটা বাড়িতে হামলা চালায়। এসময় হাসিনা বাধা দিলে তাকে মারপিট করে একটি পা ভেঙে দেয় এবং রক্তাত্ব জখম করে। এ ঘটনায় হাসিনা খানম বাদী হয়ে শ্যামনগর থানায় মিজানুর রহমান মনুকে আসামি করে নিয়মিত মামলা করেন। যার নং ৬/২০২৫, উক্ত মামলায় আদালত থেকে জামিন পেয়ে তিনি তার ভাড়াটিয়া পাতড়াখোলা গ্রামের নজরুল ইসলাম তার পালিত পুত্র আব্দুল্লাহ আল মামুন ও বাধঘাটা গ্রামের গুলশানআরা মামলার বাঁদিকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি সহ মামলা তুলে নেওয়ার হুমকি দেওয়ায় বর্তমান নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। নিরাপত্তার দাবিতে শ্যামনগর থানায় হাসিনা খানম গত ৬ ফেব্রুয়ারি ২৯৫ নং জিডি করেন। সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com