সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাতে পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। ২ নারী সহযোদ্ধাদের নিয়ে গঠিত কমিটি ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।
কৃষি বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিনকে আহব্বায়ক এবং একই বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহেল আহমেদকে সিনিয়র যুগ্ম-আহব্বায়ক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইদ্রিস আলীকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সুরাইয়া ইয়াসমিন এবং তারিন আলম নামে দুজন নারী নেত্রীও রয়েছেন এই কমিটিতে।