শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
স্কুলের মেঝেতে ১ ফুট পানি, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম স্থিতিশীলতা ফেরাতে গোপালগঞ্জের মধুমতী নদীতে নৌবাহিনীর টহল শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করলেন ছাত্রদল নেতৃবৃন্দ জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে শ্যামনগরে মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক গোপালগঞ্জে চলছে কারফিউ; আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোস্ট গার্ড কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ

প্রেমিকাকে ভ্যালেন্টাইন গিফট দিতে ছাগল চুরি করলেন প্রেমিক!

অনলাইন ডেস্ক: শুরু হয়েছে ভালোবাসার মাস ফেব্রুয়ারি। প্রেমিকরা তাদের প্রেমিকার মন জয় করার জন্য প্রতিনিয়ত নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে একে অপরের জন্য বাড়তি কিছু করার চেষ্টা করেন যুগলরা। তবে এই দিনকে ঘিরে মাঝেমধ্যেই এমন কিছু ঘটে যা সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে উঠে।তেমনি এক ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বালুঘাটে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বালুরঘাট থানার অন্তর্গত বাদামাইল এলাকার একটি মাঠ থেকে একটি ছাগল চুরি করে কামারপাড়া হাটে বিক্রি করতে যাওয়ার সময় এক যুবককে আটক করা হয়েছে।খবরে বলা হয়েছে, চোর সন্দেহে যুবককে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। আর এই খবর পুলিশের মোবাইল থেকেই প্রেমিক তার প্রেমিকাকে জানায়। খবর পেয়েই বালুরঘাট থানাতে ছুটে আসে ওই প্রেমিকা।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, পাঁচ বছর আগে ফেসবুকের মাধ্যমে হিলি থানা এলাকার এক তরুণীর সঙ্গে বিহারের এক যুবকের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর ওই যুবকের সঙ্গে পালিয়ে বিয়ে করে বিহারের বাড়িতে যায় তরুণী। বিহারের যাওয়ার পর তরুণী বুঝতে পারে স্বামী কিছু করেনা। এমনকি কোনো অর্থ উপার্জন করেন না। এমনটি বুঝতে পেয়ে ওই তরুণী বাবার বাড়িতে ফিরে আসে।দুইজনের এই সম্পর্ক তরুণীর পরিবার মেনে নেয়নি। তবে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা লুকিয়ে ফোনে কথা বলত। সম্প্রতি ওই তরুণী তার প্রেমিকের কাছে সরস্বতী পূজাতে দেখা করার আবদার করে। প্রেমিকার আবদার মেটাতে বিহার থেকে ওই যুবক হিলি থানায় এলাকায় যায়।

প্রেমিকাকে উপহার কিনে দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সরস্বতী পূজায় বিভিন্ন এলাকায় ঘুরেও বেরিয়েছে তারা। সেইসময়ে আসন্ন ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলে। তবে ততক্ষণে যা টাকা ছিল সব শেষ হয়ে যায় প্রেমিকের।

এরপর ওই যুবক গত কয়েকদিন ধরেই হিলির একটি ট্রাকের শ্রমিকদের সঙ্গে রাতে ঘুমোতেন। সেখানে ওই শ্রমিকদের খাবার খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু ভ্যালেন্টাইন দিনে গিফট দিতে হবে- এজন্য ছাগল চুরি করে সে।

ওই তরুণী বলেন, আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি বলে, ও আমার বাড়িতে ওঠেনি। সে আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে যে পয়সা নেই, অথবা ও যে হোটেলে না থেকে রাস্তায় থাকছিল, তাও আমাকে জানায়নি। বরং ও আমাকে বলেছিল, আমি একটি কাজ পেয়ে গেছি, তাই এখন থেকে আমি হিলিতেই থাকবো। এখানেই ঘর ভাড়া করে থেকে সংসার পাতব।

কিন্তু সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রির ঘটনা আমাকে জানায়নি। এখন আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো।

বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এক যুবককে ছাগল চোর সন্দেহে আটক করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com