সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:২২ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী রাধিয়া ইসলাম প্রিয়ামনি (১৫) মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরের কলেজ রোড এলাকায় এ ঘটনাটি ঘটে। প্রিয়ামনি শহরের বাদুরতলী এলাকার বাসিন্দা পলাশ হাওলাদারের মেয়ে। সে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
ভিডিও: অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
স্বজনরা জানান, শনিবার বিকেলে কোচিং ক্লাশ শেষে অটোরিক্সায় বাসায় ফিরছিল। এসময় অটোর চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। সহপাঠিরা অচেতন অবস্থায় কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।