বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি: সরকারকে ব্যর্থ করার নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন। “অন্তর্বর্তীকালীন সরকার : ছয় মাসের মূল্যায়ন” শীর্ষক এক আলোচনা সভায় কাজী রেজাউল হোসেন বলেন, গত ছয় মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য অনেক।
কাজী রেজাউল হোসেন আরো বলেন, সরকারের গৃহীত সংষ্কারের উদ্যোগ যদি সফল হয় তাহলে দেশ গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অনেক এগিয়ে যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা যার মাধ্যমে স্থায়ীভাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা পেতে পারে দেশ।
দলের বাংলামটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। তিনি বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য ষড়যন্ত্র করছে একটি মহল। তারা দেশকে অস্থিতিশীল করে অবৈধ সুবিধা নিতে চায়। এ ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দলের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, উপদেষ্টা মন্ডলীর সদস্য পরশ ভাসানী, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কৃষি, খাদ্য ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ, যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক আজিজুল হক সুমন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আবু জাফর, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আনোয়ার কে মোর্শেদ প্রমুখ।