সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৩:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে আটক দুই বিষ্ণুপুর বাজার পরিচালনা কমিটির মাসিক সভা কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চাইলেন সাংবাদিক শিহাব উদ্দিন নলতায় ইসলামী ছাত্র শিবিবের ইফতার মাহফিল সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল  বিষ্ণুপুরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে কিউএনএস একাডেমীর উদ্যোগে কম্পিউটার প্রদান শ্যামনগরে বড় ভাইয়ের হাতে শারীরিক প্রতিবন্ধী ছোট ভাই খু’ন দেবরের কবল থেকে স্বামীর সম্পত্তি উদ্ধারের দাবিতে ভাবীর সংবাদ সম্মেলন

শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে নিজেকে পীর দাবি করা মিজানুর রহমানকে গ্রেপ্তারসহ তার ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর থানা মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রেসক্লাব চত্বরে পৌছে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বাতিল প্রতিরোধ কমিটি ও তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত উক্ত কর্মসুচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা অংশ নেয়।

সমাবেশে উপজেলা বাতিল কমিটির উপদেষ্টা মুহাদ্দিস মুজিবর রহমানের সভাপতিত্বে বক্তারা ধুমঘাট অন্তাখালীর মিজানুর রহমানকে ‘ভন্ড’ অ্যাখা দিয়ে দ্রত তার গ্রেপ্তারের দাবি জানান। মুফতি মাওসুফ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা আরও বলেন, মিজান একজন খোদাদ্রোহী, প্রতারক, বিদআত ও খুনি। এলাকার সহজ সরল জনগোষ্ঠীসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে ধোঁকায় ফেলে অর্থ সম্পদ লুটে নেয়া তার কাজ। নিজেকে রাসুল (সঃ) এর আত্বীয় দাবি করা ও মহান আল্লাহ পাকের সাথে সরাসরি কথাসহ নানা ধরনের আজগুবি বার্তা ছড়িয়ে সে সর্বসাধারণকে ধোঁকার মধ্যে ফেলছে। তার ইসলাম বিরোধী কর্মকান্ডের প্রতিবাদ করায় মিজান উপজেলা ওলামা পরিষদ ও বাতিল প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমুলক মামলা করার ধৃষ্ঠতা দেখিয়েছে। আগামী ছয়দিনের মধ্যে তাকে আইনের আওতায় না আনা হলে পরবর্তী জুমা শেষে মিজানের আস্তানা অভিমুখে পদযাত্রার ঘোষনা দেন নেতৃবৃন্দ।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, খেলাফত মজলিসের সভাপতি মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বক্কার, ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি আব্দুল আলিম, বাতিল কমিটির সম্পাদক হাফেজ মোখলেছুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা মসজিদের ইমাম মাওলানা যুবায়ের হোসেন, মুফতি শহীদুল্লাহ, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আজাদ হোসেন, মুফতি হাফিজুর রহমান, মুফতি মিজানুর রহমান, হাফেজ কামরুজ্জামান, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মুজাহিদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com