বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও আলোচনা গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বছরের শি’শুকে ধ’র্ষ’ণে’র অভিযোগ কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস পালিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শার্শা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা গোবরদাড়ি জোড়দিয়া স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত পাটকেলঘাটার তৈলকুপী মারকাযুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইফতার মাহফিল তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ওরছ শরীফের উদ্বোধন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুলিশ সুপারের শ্রদ্ধা

তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীর সাইকেল চুরি!

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরা শহরে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে সাইকেল চুরি ঘটনায় কতৃপক্ষ নিরব ভুমিকা পালন করছে। ভুক্তভোগী অষ্টম শ্রেণীর ছাত্র আফজাল হোসেন। গত ২৯শে জানুয়ারি রবিবার সকালে এই সাইকেল চুরির ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায়, সাতক্ষীরার তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৪ জন পিয়ন রয়েছে। তাদের দিয়ে এক এক দিন এক এক জনকে ছাত্রদের সাইকেল গ্যারেজে সিকিউরিটি গার্ডেও দায়িত্ব পালন করে। তালতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে কিছুদিন পর পর এই চুরির ঘটনা ঘটছে এর নেপথ্যে কারা জানতে চাইছে শিক্ষার্থীরা।

এ বিষয়ে ভুক্তভোগী তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আফজালের মামাতো ভাই সালাম জানান, সিকিউরিটি গার্ড থাকার সত্বেও কিভাবে আমার মামাতো ভাইয়ের সাইকেল চুরি হয়েছে এটা একটা চিন্তার বিষয়। আমরা স্কুলে গিয়ে কথা বলে যেটা বুঝলাম সিকিউরিটি গার্ডের একটি সিন্ডিকেট রয়েছে তারা সাইকেলটি চুরি করেন। আমার মামাতো ভাইয়ের সাইকেল চুরি হওয়ার ১৫দিন আগে তার বন্ধুর সাইকেল চুরি হয়েছে  তাছাড়া ২১ সাল থেকে একাধিকবার  সাইকেল চুরি হয়েছে এই তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে।

তালতলা স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক জানান, আমাদের বাচ্চারা এই স্কুলে পড়াশুনা করে কিন্তুু এখন সাইকেল নিয়ে আসতে ভয় পায় এই চুরির কারণে। এখানে সিকিউরিটি গার্ডের কাজ কি চুরির সিন্ডিকেট করা। এই সাইকেল চুরির সিন্ডিকেট কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এই বিষয়ে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আফজাল স্কুলে আদেও সাইকেল এনেছিল কিনা আমাদের সন্দেহ হয়। তারপরেও আমরা শিক্ষকগণ একটি মিটিং ডেকে সিদ্ধান্ত নিয়েছি জরিমানা হিসাবে ৬ হাজার টাকা আফজালকে দেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com