বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শাহ জাহান আলী মিটন: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর শাখার উদ্যোগ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন’র নেতৃত্বে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় হতে বর্ণাঢ্য র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মেহেদী হাসান’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বকুল, খোরশেদ আলম, অ্যাডভোকেট আবু তালেব, মো. আনিসুর রহমান, সাবেক জেলা সভাপতি আব্দুল গফুরসহ শিবিরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।