admin
- ৬ ফেব্রুয়ারী, ২০২৫ / ৬৪ Time View
গোপালগঞ্জ প্রতিনিধি: নরসিংদী রায়পুরা এলাকার ফারুক, সুজন, মজিবুর নামের তিন প্রবাসী কুয়েত থেকে ১০-১৫ জনের কাছ থেকে বিশাল অংকের কুয়েতি দিনার নিয়ে কুয়েতি থেকে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তাদেরকে কুয়েতের জনগণ হন্যে হয়ে খুঁজতেছে। তবে আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পাওয়া যাচ্ছেনা।
জানা গেছে, কুয়েত প্রবাসী কালামের কাছ থেকে ১০০০দিনার, শাহআলমের কাছ থেকে ৫০০ দিনারসহ বিভিন্ন লোকের কাছে থেকে বিভিন্ন কায়দায়, আনুমানিক ৬০০০ দিনার যা বাংলা টাকার ১ কোটি ৮০ লাখ টাকা নিয়ে তারা পালিয়েছে।
ভূক্তভূগী শাহ আলম জানান, ‘আমরা কুয়েতে দিনমজুর খেটে টাকা অর্জন করি। আমরা ফারুকের মতন চিটারের কাছে, ধরা খেয়েছি। কি করবো এখন আমরা। কোন গতি খুঁজে পাচ্ছি না।’
ভূক্তভূগী কালাম জানান, ‘আমার বাড়িতে একটি ভিটা ছাড়া আর কিছুই নেই। এই অবস্থায় আমি যদি ফারুকের কাছ থেকে, টাকা না পাই আমার ভিটা বিক্রি করা ছাড়া আর কোন উপায় থাকবেনা। আমরা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা। অনেক কষ্ট করে না খেয়ে কত কষ্ট করি একমাত্র মহান আল্লাহই জানেন। ফারুক, সুজন ও মজিবুর প্রতারক। তাদের মধ্যে মাস্টারমাইন্ড ফারুক।’
আমরা এ ব্যাপারে কুয়েত এমবাসি ও নরসিংদির পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।