admin
- ৫ ফেব্রুয়ারী, ২০২৫ / ৫৯ Time View
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজের বহিস্কৃত অধ্যক্ষ এবং আশাশুনি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ড. শিহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবাসিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে আশাশুনি থানা পুলিশ।
গ্রেপ্তার ড. শিহাব উদ্দিন (৫৪) আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত. নেয়ামুদ্দীন গাজীর ছেলে।
আশাশুনি থানার ওসি নোমান হোসেন বলেন, ‘প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।’
এর আগে গত ৫ আগস্ট আ.লীগ সরকারের পতনের পর দূর্ণীতি ও অনিয়মসহ নানা অভিযোগে গত বছরের ৫ অক্টোবর সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের পদ থেকে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।