বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
গাজী হাবিব: গণহত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদ।
আজ বুধবার(০৫ ফেব্রুয়ারী) সাতক্ষীরা শহরের খুলনা রোড থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ৷ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যেয়ে স্মারকলিপি প্রদানের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত, যুব অধিকার পরিষদের সভাপতি তবিবুর রহমান, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সম্পাদক আজিবুর রহমান দপ্তর সম্পাদক আল আমিন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, সাধারণ সম্পাদক শারাফাত হোসেনসহ ছাত্র/যুব অধিকার পরিষদের নেতাকর্মী বৃন্দ।