admin
- ৫ ফেব্রুয়ারী, ২০২৫ / ৩৩ Time View
এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি সদর ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে”যুব দায়িত্বশীল শিক্ষা শিবির-২৫”অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারী সাইফুল্লাহ আমীন ও সমাজ কল্যাণ সম্পাদ হাফেজ মারুফ বিল্লাহ’র সঞ্চালনায় শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে”ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা”বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
বিশেষ অতিথি হিসেবে”আগামী সংসদ নির্বাচন ও যুবকদের ভূমিকা”বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মুর্তাজা,”বিশৃঙ্খলা রোধে যুবকদের ভূমিকা” বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা সহকারী সেক্রেটারী ও যুব বিভাগীয় সভাপতি ডাক্তার রোকনুজ্জামান,সাবেক উপজেলা আমীর ডাক্তার নুরুল আমীন,উপজেলা কর্ম পরিষদ সদস্য ও আই বি ডব্লিউ এফ উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টু, উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,অফিস সেক্রেটারী মাওলানার রুহুল কুদ্দুস প্রমুখ। শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ডাক্তার নুরুল আমিন। শিক্ষা শিবিরে ইউনিয়নের ৮ টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারীসহ শতাধিক যুবকর্মী উপস্থিত ছিলেন।