অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, জেলা আম্পায়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ.ম আখতারুজ্জামান মুকুল, সুন্দরবন ক্রিকেট একাডেমীর পরিচালক মো. আলতাপ হোসেন, জেলা ক্রিকেট কোর্স মোঃ ফজলুর করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহবায়ক মো. আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী পারভীন প্রমুখ। উদ্বোধনী ক্রিকেট খেলায় অংশ নেয় সুন্দরবন ক্রিকেট একাডেমী এবং তালা ক্রিকেটার একাডেমী। সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিয়েছে।
এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে, খেলোয়াড়রা এক এক জন রোলমডেল আইকন হিসেবে কাজ করে। তোমরা কারোর উপরে নির্ভরশীল হবে না, সেভাবে প্রস্তুতি নেবে। খেলোয়াড়রা শুধুমাত্র খেলোয়াড় না,সে একজন অভিনেতা। খেলার মাধ্যমে সবাইকে আনন্দ দিয়ে থাকে। খেলা খেলোয়াড়দের এবং দর্শকদেরকে ও সুস্থ রাখে। সাতক্ষীরায় সারাবছর খেলাধুলা চলমান থাকবে।