বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার জহুরুল হক কলেজ মোড়, গোপীনাথপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৬-৭ জন আহত হয়েছেন।
নিহত আব্দুল্লাহ (২২) চন্দ্রদিঘলিয়া গ্রামের বুলবুল গাজীর ছেলে।
আহতরা হলেন, ফয়সাল মোল্লা (১৮), কালা মোল্লা(২২), এসকের মোল্লা (২৭), রুবেল মোল্লা (২৫), হালিম মোল্লা (২৮) ও আলী আজগর মোল্লা (৫৫)।
নিহতের লাশ বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বর্ণিত ব্যক্তিরা ট্রলি যোগে কাশিয়ানী যাওয়ার পথে ঢাকা- খুলনা মহাসড়কের জহুরুল হক কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনা গামী যাত্রীবাহী বাস ওয়েলকাম এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক যাত্রীবাহী বাস ওয়েলকাম গোপীনাথপুর পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে।