এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে সমাজের বিত্তবানদের কাছে মানবিক চিকিৎসার করুণ আকুতি জানিয়েছেন মোঃ নুরুল ইসলাম গাজী। সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর শিরিপুরের নদী ভাঙ্গন কবলিত এলাকার মৃত আমিনুদ্দিন গাজীর পুত্র মধ্যবয়সী মোঃ নুরুল ইসলাম দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ বছর প্রায় বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। ৮/৯ সদস্যের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বলতে গেলে সেই। ডাক্তার বলেছে তাকে সুস্থ হতে হলে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার প্রয়োজন। অভাব অনটনের সংসারে ব্যয়বহুল চিকিৎসা তাদের পক্ষে কখনই সম্ভব নয়। সে খুব আশাবাদী ভালো চিকিৎসা নিতে পারলে পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তাই সুশীল সমাজ,সমাজের বিত্তশালী ও বিভিন্ন দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠানের কাছে উন্নত মানের চিকিৎসা পেতে আকুল আবেদন জানিয়েছেন।