বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জামান উদ্দিন টুটুলকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভুক্তভোগী যুবদল নেতার বাবা বিএনপি নেতা শফিউদ্দীন মন্টু বাদি হয়ে কলারোয়া থানায় মামলাটি করেছেন।
মামলার আসামিরা হলেন, কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মন্জুর রোমেল, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আরিফুর রহমান রন্জু এবং গোপীনাথপুরের দেবু।
মামলার এজহারে বলা হয়েছে, টুটুলের মাটির ব্যবসা আছে। বেত্রাবতী নদী থেকে মাটি উত্তোলনের জন্য রাস্তা তৈরী করতে গেলেরো মেল-রন্জু বাহিনী ক্ষিপ্ত হয়ে টুটুলের উপর হামলা করে। এক পর্যায়ে টুটুলের মাথায় দা দিয়ে কোপ মারেন রোমেল। শাবল দিয়ে আঘাত করেন রঞ্জু। তকন তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন টুটুল। এ সময় রোমেল-রন্জুর সঙ্গে উপস্থিত ছিলেন তাদের অন্যতম সহযোগী দেবু।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন বলেন, ‘এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নং ১৯। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’