বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দুমকীতে মাদকের রমরমা কারবার! ঝুঁকছে কোমলমতি শিক্ষার্থীরা তারুণ্য মেলায় উদীচীর ব্যানার খুলে অগ্নিসংযোগ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা সিটি কলেজের বহিস্কৃত অধ্যক্ষ শিহাব উদ্দিন রিমান্ডে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আজমল উদ্দিন হ’ত্যা মামলায় গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের মাসিক সভা সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা  সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী সম্মেলন

শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুনের সভাপতিত্বে বৃহস্পতিবার (৩০শে জানুয়ারী ) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর শ্যামনগর ও কালীগঞ্জ এলাকার দায়িত্বে থাকা মেজর ইফতেখার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান।

এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কোস্টগার্ড, নৌ পুলিশ, বিজিবি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমনে করণীয় নিয়ে আলোচনা হয়। সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে চ্যালেঞ্জ ও সমাধানের উপায় তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে ইউএনও রনি খাতুন বলেন, “সুশাসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগ জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় মাদক, চোরাচালান, অবৈধ দখলসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণকে আরও বেশি সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। সভা শেষে অংশগ্রহণকারীরা উপজেলার নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com