বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: পতিত আ.লীগ সরকারের ১৫ বছর ধরে আওয়ামী নেতা হাজ্জত হোসেন খিপু মিয়া গোপালগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ মোহাম্মদ ফারুক খানের আশির্বাদে মুকসুদপুর উপজেলায় গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। মামলা বানিজ্য, ট্রাক ষ্ট্যান্ড দখল, শালীস বৈঠকের মাধ্যমে অর্থ গ্রহণ ও টেন্ডারবাজীসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানান, এমন কোন কাজ নেই যে খেপু মিয়া করেন নাই। সাবেক সাংসদ মোহাম্মদ ফারুক খানের ও তার মেয়ে কানতারা খানের আর্শিবাদে বেপরোয়া হয়ে যায় তিনি, কায়েম করেন ত্রাসের রাজত্ব গড়ে তোলেন নিজস্ব বাহিনী। টেন্ডারবাজী, ট্রাকস্ট্যান্ড দখল, মামলা বানিজ্য, সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পাইয়ে দেওয়ার জন্য লাখ লাখ টাকা বানিজ্যসহ বিভিন্ন কর্মকান্ড। এ দিকে তার ছেলেকে দিয়ে চালিয়েছেন মাদক ব্যাবসা। কথা বলার সাহস পায়নি কেউ। কেউ কথা বললে
বিভিন্ন মিথ্যা মামলা বা পুলিশে হয়রানি করতেন খিপু মিয়া। গোপালগঞ্জ সদরে সেনাবাহিনীর গাড়িতে আগুন ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা ঘটনায় বাহিনী নিয়ে তান্ডব চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ বিষয় হাজ্জত হোসেন খিপু মিয়ার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।