বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বহির বিভাগের চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তি চরমে উঠেছে। হাসপাতালে নির্ধারিত ১০ টাকার টিকিট সংকট দেখিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট তা ২০০ টাকায় বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত বহির বিভাগের টিকিট বিতরণ করার কথা থাকলেও, রোগীরা অভিযোগ করেছেন, টিকিট কাউন্টারে যাওয়ার আগেই সিন্ডিকেট সদস্যরা টিকিট সংগ্রহ করে তা চড়া দামে বিক্রি করছে।
অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটে জড়িত টিকিট কাউন্টারের কর্মচারী, রিসিপশনের কর্মী এবং বাইরে থাকা কিছু ডায়াগনস্টিক সেন্টারের লোকজন। এতে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগী ইমাম হাসান বলেন, “সকাল ৭টায় এসেও আমি টিকিট পাইনি। কাউন্টারে জানালো, টিকিট শেষ। অথচ বাইরে একজন বললো, ২০০ টাকা দিলে টিকিট পাবো। গরিব মানুষ হয়ে এত টাকা কোথায় পাব?”
শারমিন আক্তার নামের আরেক রোগী বলেন, “এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা যেন যুদ্ধের মতো হয়ে গেছে। নিয়মিত রোগীর ভিড় থাকলেও সিন্ডিকেটের কারণে আমাদের মতো গরিব মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এই ধরনের অন্যায় দ্রুত বন্ধ হওয়া উচিত।”
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, “টিকিট নিয়ে এমন সমস্যা হচ্ছে বলে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। তবে এমন কিছু হয়ে থাকলে আমরা তদন্ত করে দেখব। কোনো সিন্ডিকেট জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে