বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক টুঙ্গিপাড়া পৌরসভা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার বিকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা। এ মানববন্ধনে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলি তোহা, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম, গোপালগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিকসম্পাদক রুম্মান হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারনত সম্পাদক মো ইব্রাহীম মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি রাইসুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক আহবায়ক মোহাম্মাদ ইসমাইল মোল্লা বক্তব্য রাখেন।
এসময় বক্তরা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে আপনারা (বিএনপি) দলীয় কায্যালয়ে ইঁদুরের মত গর্তে লুকিয়ে ছিলেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কায্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করিয়েছিল। কিন্তু আপনারা এখন হামলা-মামলা করছেন। অর্থ বাণিজ্যের জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। আপনারা এখনো ক্ষমতায় যাননি এতে এত কিছু আর ক্ষমতায় গেলে কি করবেন তা মানুষের বোঝা হয়ে গেছে। আপনারা বিএনপিকে ডোবাবেন না। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন বক্তরা।
প্রসঙ্গত, গতকাল সোমবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর ছোট ভাই ও টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী গণঅধিকার পরিষদের কর্মীদের পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়।