admin
- ২৭ জানুয়ারী, ২০২৫ / ২০১ Time View
নিজস্ব প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষে সাতক্ষীরায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলা অডিটরিয়াম রুমে বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, দুর্নীতি দমন কমিশন সাতক্ষীরা জেলার শাখার সদস্য মোঃ সাকিবুর রহমানসহ আরো অনেকে।।
বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
এখানে প্রথম স্থান অর্জন করে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
সাতক্ষীরা আব্দুল করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ হয়ে বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে হালিমা খাতুন চাহাত, ফারজানা ইয়াসমিন, ফাতেমা খাতুন।