বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দুমকীতে মাদকের রমরমা কারবার! ঝুঁকছে কোমলমতি শিক্ষার্থীরা তারুণ্য মেলায় উদীচীর ব্যানার খুলে অগ্নিসংযোগ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা সিটি কলেজের বহিস্কৃত অধ্যক্ষ শিহাব উদ্দিন রিমান্ডে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আজমল উদ্দিন হ’ত্যা মামলায় গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের মাসিক সভা সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা  সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী সম্মেলন

পটুয়াখালীতে আজহারীর মাহফিল ঘিরে চু’রির ঘটনায় থানায় ৬২ জিডি, আটক ৪

সাকিব হোসেন, পটুয়াখালী: পটুয়াখালীতে আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর মাহফিলকে কেন্দ্র করে স্বর্ণালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিস চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলের নিরাপত্তার জন্য নির্মিত পুলিশ নিয়ন্ত্রণকক্ষে গতকাল রাতে ৭০ জন ব্যক্তি জিনিসপত্র খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে চারটা পর্যন্ত থানায় অন্তত ৬২টি সাধারণ ডায়েরি (জিডি) ও একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মাহফিলে উপস্থিত থাকা মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাতে শহীদ মিনার প্রাঙ্গণে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। মাহফিলে লাখো মানুষের সমাগম ঘটে। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলে মাহফিল। শেষ সময়ে স্বর্ণালংকার, মুঠোফোন ও মূল্যবান জিনিস চুরির হিড়িক পড়ে। চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন চার যুবক। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

মাহফিলের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল সাতক্ষীরা নিউজ কে বলেন, শনিবার রাতে মাহফিলে আসা অনেক মানুষ প্রয়োজনীয় জিনিস হারানোর ঘটনায় পুলিশ নিয়ন্ত্রণকক্ষে অভিযোগ করেন। তাঁদের নামের তালিকা থানায় জমা দেওয়া হয়েছে।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শিহাব জানান, পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ৭০ জন মালামাল খোয়ানোর অভিযোগ করেন। এ ছাড়া আজ বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৬২টি জিডি ও একটি লিখিত অভিযোগ জমা পড়েছে।এদিকে মাহফিলকে কেন্দ্র করে পটুয়াখালীর বিভিন্ন এলাকায়ও চুরির খবর পাওয়া যাচ্ছে। চুরির ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষতিগ্রস্ত কেউ কেউ তীব্র প্রতিক্রিয়া জানান।

পটুয়াখালী শহরের হেতায়িলা বাঁধঘাট এলাকার মো. মামুন কাজী (২৫) থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গতকাল বসতঘরে তালা দিয়ে পরিবার নিয়ে তিনি মাহফিলে আসেন। মাহফিল শেষে বাসায় ফিরে দেখেন, বসতঘরের দরজা ভেঙে সাড়ে ছয় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৭২ হাজার টাকা নিয়ে গেছে চোরেরা।বোতলবুনিয়া গ্রামের আরেক ভুক্তভোগী আবদুল মালেক সিকদার (৪৬) অভিযোগে বলেন, তাঁর বসতঘরের দরজা ভেঙে ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ সাতক্ষীরা নিউজ বলেন, গতকাল রাতে মাহফিল থেকে মলম পার্টির চারজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত অনেকে থানায় এসে জিডি করা অব্যাহত রেখেছেন। এ পর্যন্ত ৬২টি জিডি লিপিবদ্ধ হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com