বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এক কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায়, ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ যুব উৎসব ২০২৫ উদযাপন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০-১৫ মিনিটের সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রকৌশলী অধ্যক্ষ মোহাম্মদ আইয়ুবুর রহমান এর সভাপতিত্বে টেকনিক্যাল স্কুল ও কলেজের সেমিনার কক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন, ইন্সট্রাক্টর কল্যাণ কুমার বিশ্বাস,চিপ ইন্সট্রাক্টর মোহাম্মদ তৌহিদুল্লাহ খান, ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, ইনস্ট্রাক্টর মোহাম্মদ নওরোজ আলী,ইন্সট্রাক্টর রাজীব বিশ্বাস, ইন্সট্রাক্টর গুরুচাঁদ দাস,চিপ ইনস্ট্রাক্টর রুবেল শেখ, ইন্সট্রাক্টর নিরঞ্জন রায়, ইন্সট্রাক্টর মশিউর রহমান ভূঁইয়া, ইনস্ট্রাক্টর লিংকন বালা, ইন্সট্রাক্টর কাকলি অধিকারী,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুবেল শেখ, আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক মোস্তফা জামান বৈশাখী টেলিভিশন, পলাশ শিকদার বাংলাদেশের খবর,মোঃ শিহাব উদ্দিন আলোকিত প্রতিদিন,ও দৈনিক ভোরের বাণী, সহ অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীগণ। এ সময় বক্তারা নতুন বাংলাদেশ যুব উৎসব ২০২৫ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক তথ্য তুলে ধরে।