বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
দুমকীতে মাদকের রমরমা কারবার! ঝুঁকছে কোমলমতি শিক্ষার্থীরা তারুণ্য মেলায় উদীচীর ব্যানার খুলে অগ্নিসংযোগ সাতক্ষীরায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সাতক্ষীরা সিটি কলেজের বহিস্কৃত অধ্যক্ষ শিহাব উদ্দিন রিমান্ডে ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আজমল উদ্দিন হ’ত্যা মামলায় গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধাদের সাথে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় জেলা আইনজীবী সহকারী রিপোর্টার্স ইউনিটের মাসিক সভা সাতক্ষীরায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছা  সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী সম্মেলন

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

শিহাব উদ্দিন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণ পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ রবিবার (২৬ জানুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওমি) মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের মুত সিরাজ খানের ছেলে সিফাত খান (৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান (২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী (২৭), মৃত তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ (২৫) ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওমি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদসহ কয়েকজন যুবক যায়। এসময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যাকে আটক করে গণ পিটুনী দেয়। এসময় তাদের সহযোগী আরো ৮ সদস্য পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ী গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরা বেশ কয়েকটি অপহরনের সাথে জড়িতে। এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপন দাবী করছে এমন অভিযোগ দেয় গ্রামবাসী। আজ রবিবার দুপুরে এব যুবককে মারধর করে মুক্তিপন চাওয়া হচ্ছে এমন সংবাদে এলাকার কয়েকজন যুবক নিয়ে সেখানে যাই। এসময় ধাওয়া করে ৫জনকে আটক করতে পারলেও দলের আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com